শিক্ষা সফর
12:00 AM to 11:00 PM
আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে, হাসনাবাদ এলাকায় ‘নূরুল আলম স্কুল অ্যান্ড কলেজ’ নামে একটি আধুনিক মানের প্রতিষ্ঠান গড়ে উঠেছে। প্রতিষ্ঠানটি জানুয়ারী, ২০১৮ সাল থেকে পাঠদান কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীদের সুশিক্ষিত তথা যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ।
দেশের সেরা প্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর দীর্ঘ বত্রিশ বছরের অভিজ্ঞ শিক্ষক ও প্রশাসক জনাব ডি, এম, বাকি উল্লাহ অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন। তাঁর প্রজ্ঞাসম্পন্ন প্রযুক্তিতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে শিক্ষার্থীদের মানসম্পন্ন পাঠদান তথা সুশিক্ষা নিশ্চিত করতে যাচ্ছে। প্রতিষ্ঠানে ২০১৮ শিক্ষাবর্ষে ৪০৩ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত ছিল। গত বছরে অনুষ্ঠিত দুটি পরীক্ষায়ই শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করেছে। উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রথমবারের মত অংশ নিয়ে ১৫ জন শিক্ষার্থী এ+ পেয়েছে।
আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের আলোকিত মানুষ গড়ে তুলতে সক্ষম হবো। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের সঙ্গে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষে সচেষ্ট হবো। আর তাতেই এলাকার পরিবেশ অত্যন্ত উন্নত হবে। আগামী ১৬ অক্টোবর, ২০১৮ থেকে ভর্তির কার্যক্রম চলছে।