Chairman Message

Chairman Message

Md. Nurul Alam

Chairman

প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বাণী

স্রষ্ঠার সৃষ্ট এই জগত সংসারে জ্ঞানের বদৌলতেই মানুষ সকল প্রাণী কুলের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পেরেছে। অনাদিকাল থেকে মানুষ প্রাকৃতিক পরিবেশ থেকে যে জ্ঞাণ লাভ করেছে জীবন বাস্তবতায় তাই প্রয়োগ করে সে হয়েছে সফল। যুগের প্রয়োজনে মানবের কল্যানে মহাজ্ঞাণীও কখনো কখনো শিক্ষা প্রতিষাঠানের ভূমিকায় অবতীর্ণ হয়। নুরুল আলম স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহর সংলগ্ন দক্ষিন কেরাণীগঞ্জের একটি শিক্ষাঙ্গন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদিত ও নিবন্ধিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশের শীর্ষ স্থানীয় শিক্ষা ও সেবা মূলক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়ছে।বাংলাদেশের মানচিত্রে এই প্রতিষ্ঠানটির অবস্থান  হয়তো একটি বিন্দুর মতো । কিন্তু একদিন এই বিন্দুই সিন্ধুতে পরিণত হবে। এই মহৎ শিক্ষা প্রতিষ্ঠানটি এই অঞ্চল তথা সমগ্র বাংলাদেশের প্রতিবেশ ,সমাজ, স্বদেশ, সুস্থ, সুশৃঙ্খল সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরী করবে। এই প্রতিষ্ঠানটির সদম্বে পথ চলা অনুপ্রাণিত করে এই অঞ্চলের সচেতন শ্রেনিকে। দক্ষিণ কেরাণীগঞ্জ অঞ্চলটি দীর্ঘ সময় ধরে ভাগ্যবিড়ম্বিত ছিল। তবে অর্থে প্রাচুর্যে যে আজ সোনায় সোহাগা হয়েছে এমনটি নয়। তবে শিক্ষা সংস্কৃতিক পরিবর্তন হয়েছে সে বিষয়ে সন্দেহ নেই। 

শিক্ষাগত পরিবর্তনের মূল ধারায় এই প্রতিষ্ঠানটি সক্রিয় অবস্থান রয়েছে। কেরাণীগঞ্জ সম্পর্কে জনশ্রুতি রয়েছে যে কেরাণীগঞ্জ অখ্যাত অনুন্নত এবং ঘনবসতিপূর্ণ।প্রত্যাশা ও প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার অভাব দূর করার জন্য বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠলেও প্রত্যাশা মাফিক হয়নি। তারই ফলশ্রুতিতে নুরুল আলম স্কুল অ্যান্ড কলেজের গোড়াপত্তন হয়। সমাজকে বদলে দেবার বাসনা নিয়েই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা। অসাম্প্রদায়িক সংস্কৃতি বজায় রেখে ধর্মীয় অনুভূতি লালন ও পালনের সুব্যবস্থা রয়েছে।। আমরা সকলেই জানি অধ্যয়ন একটি শিল্প-সুকুমার  মনোবৃত্তির সাথে এর সম্পর্ক। তবে এটি একক শিল্প নয়, যৌথ শিল্প। পাঠ গ্রহণকে সুন্দর সফল করতে কেবল শিক্ষার্থী ও শিক্ষকেই যথেষ্ট নয়। প্রতিষ্ঠান পরিবেশ পরিচালনা পর্ষদের দৃষ্টিভঙ্গি,অভিভাবকের সচেতনতা, শিক্ষার্থীর পারিবারিক পরিবেশ এ সবেরই ভুমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানের কার্যক্রম নিখুঁত চিন্তার ফল।  এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সুমহান চিন্তা-চেতনা,উন্নত চরিত্র ,ন্যায়-নিষ্ঠা, সততা,সময়ানুবর্তিতা,নিয়মানুবর্তিতা শেখানই মূল লক্ষ্য। এই দীর্ঘ কার্যক্রম অটুট ভাবে অব্যাহত রাখা কতখানি সময় , শ্রম ,ধৈর্য,ও অভিজ্ঞতা নির্ভর তা সচেতন ব্যাক্তিরা অনুধাবন করতে পারেন। আমি বিশ্বাস করি, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতির মাধ্যমে একদিকে দেশের বেকারত্ব দূর করা এবং অন্যদিকে জনসাধারণের শিক্ষা সেবার গুণগত মান বৃদ্ধি করাই আমাদের একমাত্র লক্ষ্য।তাই এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাবকদের আমাদের ক্যাম্পাস পরিদর্শণের জন্য আহ্বান-শুভেচ্ছা রইল।